নেইমারকে ঘিরে চলা মাঠের বাইরের
সমস্যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন দুঙ্গা। তবে সব সমস্যা পেছনে ফেলে তারকা
এই ফরোয়ার্ড দেশের হয়ে আলো ছড়াবেন বলে বিশ্বাস ব্রাজিল কোচের।
দেশের হয়ে আগামী ২৬ মার্চ উরুগুয়ের বিপক্ষে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের
বাছাইপর্বের ম্যাচে খেলবেন ব্রাজিল অধিনায়ক। বাছাইপর্বে তাদের পরের ম্যাচটি
চার দিন পর প্যারাগুয়ের বিপক্ষে।
জুনে কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্ট আর অগাস্টে রিও দে জেনেইরো অলিম্পিকেও দলকে নেতৃত্ব দিতে পারেন নেইমার।কর
ফাঁকির অভিযোগে নেইমারের বিরুদ্ধে স্পেন ও ব্রাজিলে তদন্ত চলছে।
বার্সেলোনার এই ফরোয়ার্ড অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
জাতীয় দলে নেইমারের দায়িত্ব প্রসঙ্গে দুঙ্গা বলেন, "তার দায়িত্ব? পেলে, জিকো, ফালকাওয়ের মতোই।"
"বয়স কম হলেও তার অভিজ্ঞতা দারুণ। ব্রাজিলের কোচ হিসেবে আমার নিজেরও কিছু
সমস্যা আছে, তা আমি বুঝতে পারি। আমি বুঝতে পারি, (কর্তৃপক্ষকে) তাদের কাজ
করতে হবে। আমি ঠিক বুঝতে পারি," যোগ করেন দুঙ্গা।২৪ বছর বয়সী নেইমার সব সমস্যা সামলে উঠবেন বলে মনে করেন ব্রাজিল কোচ।
"কোচ হিসেবে আমি চাই, সব খেলোয়াড়ই এখানে শান্ত পরিস্থিতি নিয়ে আসুক।"
No comments:
Post a Comment